Monday, January 16, 2023

Close

Home Entertainment Bollywood বলিউড পুরোপুরি ফেক একটি জায়গা: ইমরান হাশমি

বলিউড পুরোপুরি ফেক একটি জায়গা: ইমরান হাশমি

বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি। রোমান্সের মোড়ক খুলে অনেকটাই রাশভারী হয়ে উঠেছেন তিনি। এবার বলিউড নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন অভিনয় ক্যারিয়ারের দুই দশক পার করা এই অভিনেতা।

ভারতীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ফেক একটি জায়গা। এখানে সম্পর্কগুলোও খুব ফেক। এখানে সবাই একে অপরের শুভাকাঙ্খী হওয়ার অভিনয় করেন। কিন্তু সত্যিতে এমনটা না। যদিওবা প্রত্যেকেরই উচিত নিজের পেশাকে গুরুত্ব দেওয়া এবং কাজের প্রতি সন্মান রাখা।

তিনি আরো বলেছেন, আমার মতে কে কি কাজ করলো তা নিয়ে সমালোচনা না করে নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকা উচিত। তবেই ভালো ফলাফল পাওয়া যায়।

প্রসঙ্গত, বর্তমানে ‘চেহেরে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান হাশমি। অমিতাভ বচ্চনের সঙ্গে রহস্য ভরপুর এই থ্রিলার ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ এপ্রিল। এছাড়াও তার হাতে রয়েছে সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘মুম্বাই সাগা’ নামের আরেকটি সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
  • Latest
  • Popular

Latest Comments